১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

ঢাবির নতুন প্রক্টর হলেন গোলাম রাব্বানী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ হিসেবে নিয়োগ পেলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যপক ড. একেএম গোলাম রাব্বানী। রোববার থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় ৯ বছর ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করা ইতিহাস বিভাগের অধ্যাপক ড. অধ্যাপক এম আমজাদ আলীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নুর ই ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, নিয়োগের চিঠি বৃহস্পতিবারই দেওয়া হয়েছে। তবে তিনি প্রক্টর হিসেবে আগামী রোববার দায়িত্ব নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২-এর ১১ অধ্যায়ে বর্ণিত দায়িত্ব ও কর্ম পদ্ধতি অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করবেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ