১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

কালের ক্রন্দন

শিল্পসাহিত্য ডেস্ক:

মুহাম্মদ আবুল হুসাইন:

বর্ষার রাত। অবিরাম ঝরে জলধারা, রাতভর প্রবল বর্ষণ

যেন কার কান্না ভেসে আসে, দরজায় কড়া নাড়ে কারা?!

আমি কানপেতে শুনি, দরজা খুলে দেখি কেউ আসেনি

দূর থেকে ভেসে আসে কালের ক্রন্দন…

গুম হওয়া সন্তান…

সন্তানহারা মায়ের গুমোট কান্না…

পিতার হাহাকার…

আছড়ে পড়ে, চেতনার চত্বরে।

এখন বর্ষাকাল।

হ্যা, এখন তো বর্ষাকালই

তাই

মজলুমের চোখে ভাসে প্রবল প্লাবন।

বর্ষার রাত, অবিরাম ঝরে জলধারা

রাতভর প্রবল বর্ষণ

আমি কান পেতে শুনি কালের ক্রন্দন

বধ্য ভূমিতে গুমরে মরে কারা?

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ