১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

কানাডায় নেকাব নিষিদ্ধ করে আইন পাশ

আন্তর্জাতিক ডেস্ক:

জনসেবা প্রদান ও গ্রহণ করতে মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না নিয়ম করে একটি আইন পাশ করেছে কানাডার এক প্রাদেশিক সরকার। সবার জন্য এ বিধি নিষেধ আরোপ করা হলেও সমালোচকদের মতে মুসলিম নারীদের লক্ষ্য করে এটি করা হয়েছে।

বুধবার ক্যুবেকের জাতীয় পরিষদে ৬৬-৫১ ভোটে বিলটি পাশ হয়। ২০১৪ সাল থেকে প্রাদেশিক ক্ষমতায় থাকা লিবারেলরা দুই বছর আগে বিলটি উত্থাপন করে।

এই আইনের ফলে ক্যুবেক প্রদেশে সরকারি সেবা গ্রহণের জন্য বোরকা ও নেকাবধারীরা তাদের চেহারা দেখাতে দেখাতে হবে। এর ফলে এখন থেকে পুলিশ, শিক্ষক, ডাক্তার ও বাস ড্রাইভারসহ প্রশাসনে ও স্বাস্থ্য ব্যবস্থায় কর্মরতরা মুখ ঢেকে রাখতে পারবে না ।

আইনটিতে যদিও মুসলিম ধর্মীয় বিশ্বাস নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, তারপরও এ আইনের ফলে শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদানের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রমও বন্ধ হয়ে যাবে।

সরকার দাবী করছে, সব ধরণের নাগরিকদের জন্য এ আইন করা হয়েছে, নির্দিষ্ট করে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হয়নি। কিন্তু এ আইনের ফলে সরকারি সেবা গ্রহণ করতে গিয়ে সবচেয়ে বেশি বাঁধাগ্রস্ত হবেন মুসলিম নারীরাই।

সূত্র: বিবিসি

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ