১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

গোলাপগঞ্জ থেকে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ থেকে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মধ্য কানিশাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপু মালাকার নুকুল রাম মালাকারের পুত্র।

বুধবার সন্ধ্যায় পুলিশ জানায়, অপু মালাকারের বিরুদ্ধে মারামারি সহ থানায় একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে মারামারি মামলায় ফেরারী আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বুধবার কোর্টে প্রেরণ করা হয়েছে। এলাকার একটি সূত্র জানায়, গেফতারকৃত অপু মালাকার ঢাকাদক্ণি ডিগ্রি কলেজে অধ্যায়নরত। সে ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

তাছাড়া আরো জানাযায়, ২০১৩ সালের ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংকের শীল জালিয়াতি করে ভর্তি বাণিজ্য ও উপজেলার ফুলসাইন্দ গ্রামের একটি মেয়েকে ইভটিজিং করার অপরাধে ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছিল।

এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে বুধবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৯:২৭ অপরাহ্ণ