১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৮

ছক্কার ডাবল সেঞ্চুরি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৭৬ রানের নান্দনিক ইনিংস খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন এবি ডি ভিলিয়ার্স। ইতিহাসের মাত্র সপ্তম ব্যাটসম্যান হিসেবে সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে (আফগানিস্তান ও আয়ারল্যান্ড বাদে) সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। একইদিন ইতিহাসের মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ছক্কার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ডি ভিলিয়ার্স। ছক্কায় ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামকে।

পার্লের বোল্যান্ড পার্কে ইনিংসের ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি করা ভিলিয়ার্স। তার ১০৪ বলের ইনিংসটি ১৫টি চার ও ৭টি ছক্কায় সাজানো ছিল। ওয়ানডেতে এটিই ডি ভিলিয়ার্সের সর্বোচ্চ ইনিংস।

ওয়ানডেতে ঠিক ২০০টি ছক্কা নিয়ে এতদিন পাঁচ নম্বরে ছিলেন ম্যাককালাম। বাংলাদেশের বিপক্ষে সাতটি ছক্কা হাঁকানোর পথে ব্রেন্ডনকে ছাড়িয়ে যান ডি ভিলিয়ার্স। ২২৪ ম্যাচে এখন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ছক্কাসংখ্যা ২০১টি।

আন্তর্জাতিক ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। সনাথ জয়াসুরিয়ার ছক্কাসংখ্যা ২৭০টি। ডি ভিলিয়ার্সের সামনে থাকা ক্রিস গেইল ২৫২টি এবং এমএস ধোনি ২১৩টি ছক্কা হাঁকিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৮:৪২ অপরাহ্ণ