২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

বাংলাদেশের লক্ষ্য ৩৫৪

স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩৫৪ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ১৭৬ রানের সুবাদের নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। হাশিম আমলা ও কুইন্টন ডি ককের দারুণ সূচনার পর জোড়া আঘাত আনেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এক ওভারেই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। কুইন্টন ডি কককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। দলীয় ৯০ ও ব্যক্তিগত ৪৬ রানে আউট হন ডি কক। ওই ওভারের শেষ বলে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হন অধিনায়ক ফাফ ডু প্লেসি। এর পর প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা হাশিম আমলাকে ফেরান রুবেল হোসেন। অফস্ট্যাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে দলীয় ২২৬ রানে উইকেটের পিছনে মুশফিকের হাতে ক্যাচ দেন ৮৫ রান করা আমলা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন এবি ডি ভিলিয়ার্স।  শেষ পর্যন্ত তিনি ১০৪ বলে ১৭৬ রান করে রুবেল হোসেনের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন। ৩০ বলে ৩২ রান করে সেই রুবেলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন জেপি ডুমিনি। ইনিংসের শেষ বলে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করে ডোয়াইন প্রিটোরিয়াসকে আউট করেন রুবেল হোসেন। বাংলাদেশের পক্ষে চার উইকেট দখল করেন রুবেল।
এর আগে কিম্বালিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচে হেরে গেল সিরিজ হাতছাড়া হয়ে যাবে মাশরাফি বাহিনীর।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৬:১৬ অপরাহ্ণ