১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫০

ঝিনাইদহে সাপের কামড়ে ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে সাপের কামড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে, ওই গ্রামের আবুল কাট্টের মেয়ে মিম খাতুন ( ১২) ও ছেলে আরাফাত হোসেন ( ৮ )। নিহত দুইজনেই বিপ্রবগদিয়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী।
ওই গ্রামের হাইস্কুল শিক্ষক সাচ্চু জোয়ার্দ্দার জানান, রাতে খেয়ে তারা মায়ের সাথে ঘুমিয়ে ছিল। এরপর কোন এক সময় সাপ তাদের কামড় দেয়। টের পাওয়ার পর ওঝা ডেকে ঝাড়ফুঁক করা হয়। শৈলকুপা হাসপাতালেও নিয়ে আসা হয়। সেখানে মিম মারা যায়। আরাফাতকে ঝিনাইদহ হাসপাতালে পাঠান হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৫:২৭ অপরাহ্ণ