১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১০

ছিনতাইকারীদের চাপাতির কোপে দুই পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাজারীবাগের বেরিবাঁধ এলাকায় ছিনতাইকারীদের চাপাতির কোপে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- সহকারী উপপরিদর্শক ইমতিয়াজ (৩০) ও কনস্টেবল গোলাম আজম (৩৫)। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক কৃষ্ণ কমল সাহা বলেন, রাত দুইটার দিকে বেরিবাঁধ এলাকায় চারজন ছিনতাইকারী ছিনতাইয়ের পর পালাচ্ছিল। তখন এই পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন। এরপর বেরিবাঁধের আরএস পেট্রোল পাম্প ও মাহতাব পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে ওই ছিনতাকারীরা দুই পুলিশ সদস্যকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এদের মধ্যে ইমতিয়াজের মাথায় ও গোলাম আজমের বাম হাতের কুনুইয়ের জখম হয়। পরে তাদেরতে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আর একজনের অবস্থা একটু ভালো।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ১২:০৩ অপরাহ্ণ