১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজন বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের মাজদাইরে একই পরিবারের পাঁচজন বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাজদাইরে একটি দোতলা ভবনের ছাদে ওই পরিবারের পাঁচ সদস্য আড্ডা দিচ্ছিলেন। এ সময় ভবন সংলগ্ন গাছে একটি পাখি বসে। একজন লোহার রড দিয়ে পাখিটিকে তাড়াতে যান। গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারে লোহার রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের অন্য সদস্যরা তাকে রক্ষা করতে গেলে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৯:২৬ পূর্বাহ্ণ