১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন রুয়েটের তিন শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদকে’ মনোনয়ন পেয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত মনোনীতদের তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়। জানা যায়, ইউজিসির তত্ত্বাবধানে চলতি মাসের শেষ সপ্তাহে মনোনীত শিক্ষার্থীদের মধ্যে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ২০১৬ সালে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃতদের তালিকা ইউজিসিতে পাঠানো হয়। মনোনীত শিক্ষার্থীরা হলেন- পুরকৌশল বিভাগের আশরাফুল ইমরান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের জাহিদুল ইসলাম, তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের রুহুল আমিন রাতুল।
জানতে চাইলে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, ইউজিসি থেকে আমাদের কাছে ২০১৫ ও ২০১৬ সালে পাস করা কৃতী শিক্ষার্থীদের তালিকা চেয়েছিল। আমরা শুধুমাত্র ২০১৬ সালে পাস করা শিক্ষার্থীদের তালিকা দিতে পেরেছি। সেখান থেকে তিনজন মনোনয়ন পেয়েছে। সেশনজটের কারণে ২০১৫ সালের পরীক্ষা শেষ না হওয়ায় আমরা তাদের তালিকা দিতে পারিনি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ৪:০০ অপরাহ্ণ