২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫০

‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি সেলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সদরের খুরুশকুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সেলিম কক্সবাজার শহরের মগচিতাপাড়া এলাকার মোহাম্মদ ইউনুচের ছেলে।

কক্সবাজার র‌্যাব-৭ এর কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিম গত ২৩ আগস্ট বিমানবন্দর গেটের নতুন ফিশারি ঘাট এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই ঘটনায় মামলা হয়।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারে র‌্যাব অভিযানে নামে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিমসহ চার-পাঁচজন সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ২:৩৩ অপরাহ্ণ