১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

ভারতে মাত্র ৫০০ টাকায় বিক্রি যাচ্ছে ক্রেডিট কার্ডের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক:

কেনাকাটা, খাবার অর্ডার থেকে বিদ্যুতের বিল দেওয়া। সবকিছুই এখন অনলাইনে করে থাকেন। লাইন দেওয়া, দোকানে যাওয়ার ঝঞ্ঝাট থেকে ঢের ভালো অনলাইন। কিন্তু ঘরে বসে কাজের এই সুবিধা আপনার জন্য এক বড় বিপদ ডেকে আনছে। অনলাইন ট্রানজ়াকশনে ব্যবহার করা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সংক্রান্ত সব তথ্য বিক্রি হয়ে যাচ্ছে মাত্র ৫০০ টাকায়। এই তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রদেশ পুলিশের সাইবার সেল।

ইন্দোর পুলিশ জানিয়েছে, এই ডেটা কেনাবেচার কারবারের সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক চক্র। যা চালানো হয় পাকিস্তানের লাহোর থেকে। তদন্তের সময় ক্রেতা সেজে এই চক্রের কাছ থেকে ডেটা কেনেন এক গোয়েন্দা। সেখান থেকেই মেলে হদিশ। জানা যায় ওই ডেটা ইন্দোরের এক মহিলার। এখানে কেনাবেচা হয় বিটকয়েনের মাধ্যমে।

গোটা বিষয়টা সামনে আসে জয়কৃষ্ণ গুপ্তা নামে এক ব্যাঙ্ককর্মীর অভিযোগের পর। তিনি অভিযোগ করেন, ২৮ অগাস্ট তাঁর অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিয়ে নেওয়া হয়েছে ৭২,৪০১ টাকা। ওই অভিযোগের তদন্ত করতে গিয়ে দেখা যায়, জয়কৃষ্ণবাবুর ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছে মুম্বইয়ের রাজকুমার পিল্লাই নামে এক ব্যক্তির বিমানের টিকিট কাটার জন্য। পুলিশ জানিয়েছে, রাজকুমার পিল্লাই তথ্য প্রযুক্তি সংস্থা কগনিজেন্টের প্রাক্তন কর্মী। তাঁর সঙ্গে নাদার নামে আরও একজনের ওই বিমান সফরে ছিলেন। তিনি HDFC ব্যাঙ্কে কর্মরত। আরও জানা গেছে, এইসব হাতানো কার্ডের ডিটেলস শুধুমাত্র সেইসব আন্তর্জাতিক ওয়েবসাইটে ব্যবহার করা হয় যেখানে কার্ডে ট্রানজ়াকশন করতে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) লাগে না।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ১:৩২ অপরাহ্ণ