২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬

অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক:

মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘণীভূত হয়ে লঘু চাপে সৃষ্টি হয়েছে। যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত। এর ফলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.২ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে।

আজ (মঙ্গলাবর) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে।

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ১১:০৪ পূর্বাহ্ণ