১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত

সিলেট প্রতিবেদক:

আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক ছাত্রলীগ কর্মী। এ সময় আহত হয়েছেন আরো দুই কর্মী। সোমবার বিকেল ৪টায় সিলেটের টিলাগড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম ওমর আলী (২৬)। সে সিলেটের শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে।

এ ছাড়া আহত দুইজন হলেন নাসির ও তারিক। নিহত ওমর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরন মাহমুদ গ্রুপের অনুসারী বলে জানা যায়। সে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছিল। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফখরুল সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত। এর আগে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানান, একজন নিহতের খবর পেয়েছি। টিলাগড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ৯:২১ অপরাহ্ণ