আন্তর্জাতিক ডেস্ক:
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার মোগাদিসু শহরের শারাফি হোটেলের ফটকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের মাধ্যমে আত্মঘাতী হামলা চালানো হয়। এর পর শহরের মদিনা এলাকায় আরও একটি বোমা হামলা হয়।
দুই হামলায় অন্তত ৩০০ মানুষ হতাহত হয়। এর পর দফায় দফায় হতাহতের সংখ্যা বাড়তে থাকে। শুরুতে ২০০ জনের মৃত্যুর খবর এলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২৩১ জনে। সর্বশেষ তা বেড়ে দাঁড়ায় ২৭৬। খবর আলজাজিরা, রয়টার্স ও বিবিসির।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল্লাহ মেহমেদ। সেখানে এখনও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন রেডক্রসে কর্মরত এক কর্মী। হামলা হওয়া হোটেলটির পাশে বিভিন্ন সরকারি দফতর, রেস্তোরাঁ ও বহু দোকানপাট রয়েছে। বিস্ফোরণে ওই ভবনগুলোর সামনের অংশ বিধ্বস্ত হয় এবং রাস্তায় থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
এ বোমা হামলা কারা চালিয়েছে, তা স্পষ্ট নয়। তবে সোমালিয়ায় আল কায়েদাসংশ্লিষ্ট আল শাবাবগোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত এবং মোগাদিসু তাদের নিয়মিত টার্গেট। সে কারণে আল শাবাবগোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে। বিবিসির এক সোমালিয়ান প্রতিবেদক জানিয়েছেন, বিস্ফোরণে সাফারি নামে ওই হোটেল বিধ্বস্ত হয়ে গেছে, এর ধ্বংসস্তূপের নিচে লোকজন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিকদেশজনতা/ আই সি