১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:০২

আপন জুয়েলার্সের ২৮৬ কেজি সোনা আটক

নিজস্ব প্রতিবেদক :

আপন জুয়েলার্সে অভিযান চালিয়ে ২শ ৮৬ কেজি সোনা ও হীরার গয়না আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

রোববার, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আপন জুয়েলার্সের মৌচাক, উত্তরা, সীমান্ত স্কয়ার এবং গুলশানের দুটি বিক্রয় কেন্দ্রে একযোগে অভিযান চলিয়ে এই স্বর্ণালঙ্কার আটক করা হয়। অলঙ্কারগুলোর আনুমানিক মূল্য ৮৫ কোটি ৩৮ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দারা জানান, এসব অলঙ্কারের কাগজপত্র যাচাই করা হবে। কোনো অনিয়ম প্রমাণিত হলে প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে চোরাচালান ও মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বন্ধ করে দেওয়া হয়েছে গুলশানের দুটি শোরুম। আপন জুয়েলার্স পরিবারের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ থাকায়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে তদন্ত চালাচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১৫, ২০১৭ ৫:০১ অপরাহ্ণ