আন্তর্জাতিক ডেস্ক :
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে রাশিয়ায় আলোচনায় বসছেন না উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদরা। রোববার রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।
সোমবার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের স্পিকার ভেলেন্টিনা মাতভিইয়েঙ্কোর সঙ্গে পৃথক বৈঠকে বসার কথা ছিল উত্তর কোরিয়ার পার্লামেন্টের উপপ্রধান এবং দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের প্রধানের। সেন্ট পিটার্সবার্গে পার্লামেন্ট নেতাদের সম্মেলনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা ছিল।
এর আগে রুশ বার্তা সংস্থা তাস দেশটির পার্লামেন্টের এক সদস্যের বরাত দিয়ে জানিয়েছিল, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার চলমান বিরোধকে কমিয়ে আনতে মস্কো উভয় পক্ষকে সরাসরি আলোচনার সুযোগ করে দিতে চায়। তবে রোববার বার্তা সংস্থা আরআইএ পার্লামেন্টের নিম্মকক্ষের ডেপুটি স্পিকার পিতর তলস্তির বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন, তারা কোনো সরাসরি আলোচনায় অংশ নেবেন না।
প্রসঙ্গত, গত মাসে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এর পর থেকেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইতিমধ্যে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর কঠোর আরোপ করেছে। তবে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর