২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে এক নারী হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের সময় পালাতে গিয়ে আহত হয়েছে হোটেলটির আরও এক কর্মচারী। ‌শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার মা হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মালেকা বেগম। তিনি নওগাঁর আত্রাই থানার গগনডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী। আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার নজিম উদ্দিনের বাড়িতে ছেলের পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

‌প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হোটেল মালিক জাহেদুল ইসলাম মন্ডল জানান, গত শুক্রবার ওই নারীকে তার হোটেলে কাজ করার জন্য নিয়ে আসেন বাবুর্চি বাবু। শনিবার রাতে হোটেলের রান্না ঘরে সিলিন্ডারের আগুনে তরকারি গরম করছিলেন তিনি। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় হোটেলে সংযোগ দেয়া বৈদ্যুতিক তারটিও ছিঁড়ে যায়। আগুনে দগ্ধ ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। দৌড়ে পালাতে গিয়ে আহত হন আরেক কর্মচারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত অপরজনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুনে দগ্ধ ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই নারী হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। ত্রুটিপূর্ণ সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশজনতা /এনএইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ