ক্রীড়া প্রতিবেদক :
দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসান। তবে এ মাইলফলকে পৌঁছে নতুন এক বিশ্বরেকর্ডও গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দ্রুততম ৫০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। ৫০০০ রান পূর্ণ করা সাকিব বল হাতে নিয়েছেন ২২৪ উইকেট। ১৭৮ ম্যাচে ৫০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। জ্যাক ক্যালিস ২২১ ম্যাচে ৫০০০ রান ও ২০০ উইকেট পেয়েছিলেন।
পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে কিম্বার্লিতে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিবের প্রয়োজন ছিল ১৭ রান। ২০তম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ান প্রিটোরিয়াসের বল থার্ডম্যানে পাঠিয়ে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করলেন সাকিব। প্রথমজন তামিম ইকবাল। সাকিব পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান ও দুইশ উইকেটের ‘ডাবল’ ছুঁলেন। সাকিব-ক্যালিস ছাড়া বাকি তিনজন হলেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাক।
দৈনিক দেশজনতা/এন আর