২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১৫

স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচ

দৈনিক দেশজনতা ডেস্ক:

২৭ অক্টোবর বাজারে আসছে টেক জায়ান্ট স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচ। এটি স্যামসাং গিয়ার স্পট। গোলাকার এই স্মার্টওয়াচটি বিক্রির জন্য প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি গিয়ার আইকনক্স(২০১৮) নামে একটি তারবিহীন ইয়ার বার্ড বিক্রির ঘোষণা দিয়েছে। এর আগে আগস্টের শেষের দিকে স্যামসাং গিয়ার ফিট টু বাজারে ছাড়ে। যেটি ছিল ফিটনেস ট্রেকার। এবার এলো নতুন স্মার্টওয়াচ।

স্যামসাংয়ের নতুন এই স্মার্টওয়াচের দাম ২৯৯.৯৯ ডলার। ব্লু ও ব্ল্যাক কালারে ওয়াচটি পাওয়া যাবে। স্যামসাং ডটকম এবং বেস্টবাই ডটকমে এই ডিভাইস দুইটি কেনার জন্য প্রি-অর্ডার করা যাবে।  নতুন স্মার্টওয়াচটি ৫ এটিএম ওয়াটার রেসিসট্যান্ট। এতে বিল্টইন সুইম ট্রেকিং ফিচার রয়েছে। এছাড়াও এতে রিয়েল টাইম হার্ট রেট মনিটরিং, অটো অ্যাকটিভিটি ডিটেকশন ফিচার আছে।

গোলাকার ডিজাইনে তৈরি নতুন এই স্মার্টওয়াচটিতে নেভিগেশন ফিচার রয়েছে। অন্যদিকে গিয়ার আইকনক্স(২০১৮) ইয়ারবাডটিতে গ্রে, পিঙ্ক এবং ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এটি দিয়ে ব্লুটুথের সাহায্যে পাঁচ ঘন্টা গান শোনা যাবে। ডিভাইসটির মূল্য ১৯৯.৯৯ ডলার। অ্যামাজন ডটকমেও ডিভাইস দুইটি পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১২:৫৬ অপরাহ্ণ