১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

ঢাকায় মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

দৈনিক দেশজনতা ডেস্ক:

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে দেশটির রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশার চিত্র দেখতে ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।

দুদিনের সরকারি সফরে রোববার সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে,  মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি ঢাকায় নেমেই সোনারগাঁও হোটেল যান। সেখানে তিনি সারাদিন বিশ্রাম নেবেন।

এরপর আজ সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি উপস্থিত থাকবেন।

দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি পাঠানো বিষয়ে আলোচনা হবে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল সোমবার সকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে কক্সবাজারে থেকেই তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ