১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

টেকনাফে আরও ৩ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর পয়েন্টে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার রাত ৯টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের খুরেরমুখ পয়েন্টে স্থানীয়রা মৃতদেহগুলো দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এরপর পুলিশ রোহিঙ্গাদের লাশ শনাক্ত করে দাফনের জন্য স্থানীয় ইউপি মেম্বারকে দায়িত্ব দেয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, পুলিশ সৈকতে ভেসে আসা ৩ রোহিঙ্গা নারীর মৃতদেহ স্থানীয়ভাবে দাফনের অনুমতি দিয়েছে। মৃতদেহগুলো বেশ কয়েক দিন আগের হওয়ায় ধারণা করা হচ্ছে রোববার শাহপরীর দ্বীপ ঘোলারচর পয়েন্টে ট্রলারডুবির ঘটনায় এরা নিহত হয়েছেন। স্থানীয় ইউপি মেম্বার মোয়াজ্জেম হোসেন দানু জানান, প্রথমে দুটি ও কিছুক্ষণ পর আরও একটি লাশ ভেসে আসে। রাতেই স্থানীয় কবরস্থানে মৃতদেহগুলো দাফন করা হয়েছে। ট্রলারডুবির ওই ঘটনায় নাফ নদী ও সাগর থেকে ১৯ জন শিশু, ১৩ জন নারী ও ২ জন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এদের সবাইকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১২:১৬ অপরাহ্ণ