২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:২০

বেনাপোলে বগি লাইনচ্যুত

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলের নাভারন সামলাগাছী এলাকায় কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেনাপোল-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল সোয়া ৯টার দিকে ওই ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।
বেনাপোল স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, সকালে বেনাপোল রেলস্টেশন থেকে ওই কমিউটার ট্রেনটি যশোরে উদ্দেশে ছেড়ে যায়। পরে নাভারন সামলাগাছী এলাকায় হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে বেনাপোল-খুলনা রেলরুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বগি মেরামতের জন্য যশোরে উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের কাজ শুরু করবে। এর পরই জানা যাবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ