২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

স্টোক সিটির জালে ম্যানসিটির ৭ গোল

স্পোর্টস ডেস্ক:

আগের রাউন্ড পর্যন্ত পয়েন্ট টেবিলে ম্যানইউর সঙ্গে সমান্তরালে ছিল ম্যানসিটি-ম্যানইউ। তবে আজ সন্ধ্যায় অ্যানফিল্ডে লিভারপুলের সঙ্গে ড্র করে মাত্র দু’ঘণ্টার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল ম্যানইউ। দুই ঘণ্টা পর হোসে মরিনহোর দলকে শীর্ষস্থান থেকে নামিয়ে দিলো পেপ গার্দিওলার ম্যানসিটি। এই জয়ে ম্যানসিটির পয়েন্ট ৮ ম্যাচে ২২। ম্যানইউর পয়েন্ট ২০।

স্টোক সিটিকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জয়ের বার্তাটা এখনই দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। ম্যাচজুড়ে ছিল শুধু গোলের বন্যা। মোট ৯ গোলের ম্যাচ। ম্যানসিটিই দিয়েছে ৮টি। সেটা কিভাবে? নিজেদের জালে যে একটি আত্মঘাতি হিসেবে বল জড়িয়ে দিয়েছিলো তারা। ম্যাচের ১৭ মিনিটেই সিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্টার গ্যাব্রিয়েল জেসুস। ২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রহিম স্টার্লিং। খেলার ২৭ মিনিটে ব্যবাধন তিনগুণ হয়ে যায় ডেভিড সিলভার গোলে।

তবে খেলার ৪৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে একটি ব্যবধান কমান ম্যামে দিউফ। ৩-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই নিজেদের জালে বল জড়িয়ে দেন ম্যানসিটির কাইল ওয়াকার। ব্যবধান দাঁড়ায় ৩-২। এরপর আবারও জ্বলে ওঠে ম্যানসিটি। ৫৫ মিনিটে ব্যবধান ৪-২ করে ফেলেন সেই গ্যাব্রিয়েল জেসুস। ৫ মিনিট পর আরও একটি গোল। সিটির হয়ে এই গোলটি করেন ফার্নান্দিনহো। ২ মিনিট পর ব্যবধান আরও বাড়লো। লেরয় স্যানে গোল করেন ৬২ মিনিটে। ৭৯ মিনিটে সেভেনআপ পূর্ণ করেন বার্ণার্ডো সিলভা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১০:৩৯ পূর্বাহ্ণ