২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়া পাড়া এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য শনিবার সকালে টেকনাফের জালিয়া পাড়া এলাকায় জনৈক আনোয়ারের চায়ের দোকানে ইয়াবা বিক্রি কালে অভিযান চালিয়ে ইয়াবা সহ মাদক পাচারকারীকে গ্রেফতার করেন। আটককৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। সে টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। জব্দকৃত ইয়াবার ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা বলে র‌্যাব জানিয়েছেন।

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ৭:০৯ অপরাহ্ণ