২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৬

জয়ে ইউনিস-মিসবাহর বিদায়

ক্রীড়া প্রতিবেদক:

আগেই ঘোষণা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে টেস্ট সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে বিদায়ী ম্যাচে যে তারা ইতিহাসের সাক্ষি হয়ে যাবেন তা কি কল্পনা করেছিলেন। কারণ রবিবার দিবাগত রাতে ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় টেস্ট জেতার মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ পকেটে ভরে নিয়েছেন মিসবাহ-ইউনিসরা।

এই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান। ১৯৫৮ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামে পাকিস্তান। এরপর ছয়টি টেস্ট সিরিজের মধ্যে তিনটিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এবং তিনটি হয় ড্র।

দীর্ঘ দিন ধরে পাকিস্তানের ক্রিকেটের দুই স্তম্ভ ইউনিস খান ও মিসবাহ উল হক। দলের প্রয়োজনে হাল ধরেছেন। সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন। মিসবাহর নেতৃত্বে যে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে পাকিস্তান। ইউনিসও কম যান না। সীমিত ওভারের ক্রিকেট ছাড়লেও পাকিস্তান যে একটিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েছিল, সেই দলের অধিনায়ক ছিলেন টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে একমাত্র দশ হাজার রানের মালিক ইউনিস।

রবিবার টেস্টের শেষ দিনে সিরিজ হার এড়াতে অসম্ভব কিছু করে দেখাতে হতো ওয়েস্ট ইন্ডিসকে। কিন্তু একমাত্র রোস্টন চেজ ছাড়া সেই পথে হাঁটেননি কেউ। যদিও সতীর্থদের আসা যাওয়ার মাঝে তুলে নিয়েছে সেঞ্চুরিও। তবে ১০১ রানে অপরাজিত চেজের সান্ত্বনা হেরেও তার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ৯ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। জিততে হলেও তাদের করতে হতো আরও ২৯৭ রান। কিন্তু সিরিজ সেরা ইয়াসির শাহের ঘূর্ণিতে সেই আশা শুরুতেই ধূলিসাৎ হয়ে যায়। ৫ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তিন উইকেট পেয়েছেন হাসান আলী।

সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৩৭৬ ও ১৭৪/৮ডি, ৫৭ ওভার (ইয়াসির ৩৮*, ইউনিস ৩৫, জোসেফ ৩/৫৩)।
ওয়েস্ট ইন্ডিজ : ২৪৭ ও ২০২, ৯৬ ওভার (চেজ ১০১*, হেটমায়ার ২৫, ইয়াসির ৫/৯২)।
ফল : পাকিস্তান ১০১ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো পাকিস্তান।
ম্যাচ সেরা : রোস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ)।
সিরিজ সেরা : ইয়াসির শাহ (পাকিস্তান)।

এম/এম

প্রকাশ :মে ১৫, ২০১৭ ৪:০৩ অপরাহ্ণ