২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৭

সিনহার ক্যান্সার হয়নি,ক্যান্সার হয়েছে রাষ্ট্র ব্যবস্থার : অ্যাডভোকেট তৈমুর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহার ক্যান্সার হয়নি, ক্যান্সার হয়েছে রাষ্ট্র ব্যবস্থার। ধ্বংস করে দেয়া হয়েছে বিচার বিভাগকে। এর মাশুল জাতিকে একদিন দিতেই হবে।

শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে হাজী চায়না প্যালেসে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। তৈমুর আলম বলেন, প্রধান বিচারপতি ছুটি নিয়ে কথা বলতে পারছেন না। কোনো দিন শুনলাম না তিনি অসুস্থ। এখন হঠাৎ কথা বলতে পারছেন না। কারণটা কি?

অনুষ্ঠানে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, দেশে সত্যিকারের অর্থবহ গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রের নামে চলছে দলীয় ও ব্যক্তি শাসন। এক ব্যক্তির মেজাজ-মর্জির ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। এটি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

তিনি বলেন, প্রতিহিংসা আর প্রতিশোধের রাজনীতির কারণে সমাজে আজ বিভাজন মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এ কারণে স্বাধীনতার এত বছর পরও জাতি হিসেবে আমরা জাতীয় এজেন্ডা নির্ধারণ করতে পারিনি। সৃষ্টি করতে পারিনি জাতীয় ঐকমত্য। ফলে গণতন্ত্র বার বার হোচট খেয়েছে।

তিনি আরও বলেন, এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। এভাবে চলতে থাকলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সরকার-বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের উচিত অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তোলা।

নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মো. ওয়াজিউল্লাহ অজুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি মো. রাশেদ উদ্দিন ফয়সালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ সভাপতি মতিয়ারা চৌধুরী মিনু, জাতীয় ছাত্রকেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ৫:৪৩ অপরাহ্ণ