নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই প্রমাণিত হলো- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা অসুস্থ ছিলেন না।’
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) বিদেশ যাওয়ার সময় সেটাই বলে গেছেন। তিনি অত্যন্ত দূঢ়তার সঙ্গে বলে গেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। আমরা যেটা বলেছিলাম সেটাই সত্য হলো।’
এ সময় তিনি বিচার বিভাগ বাঁচাতে রাষ্ট্রপতিকে এগিয়ে আশার আহ্বান জানান।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

