১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লিভারপুল-ম্যানইউ

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাই পর্বের জমজমাট লড়াইয়ের বিরতির পর আবারো জমজমাট হয়ে উঠতে যাচ্ছে ঘরোয়া লিগগুলো। শনিবার ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই ক্লপের শীষ্যরা। দলের বড় তারকা সাদিও মানে ভুগছেন হ্যামেস্ট্রিং ইনজুরিতে। ইনজুরির তালিকাটা আরো লম্বা করেছেন অ্যাডাম লালানা। বার্সায় যোগ দেওয়া নিয়ে স্নায়ু যুদ্ধ চলছে কুটিনহোর সঙ্গে। তারওপর তাই ফিরমিনো, কৌতিনিওকে নিয়েই প্রথম একাদশের ছক কষতে হবে ক্লপকে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে। অল রেডদের।

অন্যদিকে, চলতি মৌসুমটা দুর্দান্ত ভাবে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ টপার হবার দৌড়ে পয়েন্টের ক্ষেত্রে ম্যান সিটির সমানে সমান থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে ২ নম্বরেই পড়ে রয়েছে মরিনহোর শিষ্যরা। এদিকে অল রেডদের বিপক্ষে বিগ ম্যাচে মাঠে নামার আগে ইনজুরি থাবা দিয়েছে তাদেরকেও। যেখানে পগবা, ফেলাইনি, ক্যারিকের মত ফুটবলাররা আপাতত থাকছেন সাইড বেঞ্চেই। আর দীর্ঘদিন ধরে বাইরে আছেন ইব্রাহিমোভিচ ও মার্কস রোহো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ১:৪৭ অপরাহ্ণ