১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

মাধবপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়। শুক্রবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো উপজেলার মাদারগড়া গ্রামের নাইম আহম্মদ খোকন (২৬), তার স্ত্রী ইমা আক্তার (২২), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পশ্চিম বানিয়াপাড়ার ছামদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৪) এবং মাধবপুর উপজেলার দেওগাঁওয়ের আলী মিয়ার ছেলে মনছুর (৩৬) মিয়া।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাঈম ও ইমাকে আটক করা হয়।

অপরদিকে ভোররাতে অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজাসহ উপজেলার আরিছপুর এলাকায় অভিযান চালিয়ে মনছুর ও মানিক মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে ৪ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান এসআই কামরুল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ১২:৪১ অপরাহ্ণ