১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৭

জামালপুরে বজ্রপাতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার চিকাজানি ও বাহাদুরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চিকাজানি ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মুসলিম মিয়ার ছেলে সিরাজুল হক (৪৮) এবং বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে মিনহাজ (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র শুকুর আলী দুপুরে বৃষ্টির মধ্যে বিলে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে সে মারা যায়। একই সময় চিকাজানি ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের কৃষক সিরাজুল হক মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাছিনুর রহমান বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ৭:০৯ অপরাহ্ণ