১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন (৫০) নামে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের গলাচিপা গোয়ালিয়া খাল এলাকায় এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।
পুলিশ জানিয়েছে, বন্দুকযুদ্ধের ঘটনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুইজন আহত হয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে শাহীনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাঁর সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে শাহীন নিহত হন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ৪:৫৫ অপরাহ্ণ