১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

ফরিদপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের সভাপতি মীর আল আমিন (৩৫) কে আটক করেছে র‍্যব-৮।আটক মীর আল আমিন (৩৫) নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের মৃত মীর আবদুর রাজ্জাকের ছেলে।

শুক্রবার ভোরে নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন নিশ্চিত করেছেন, মীর আল আমিন উপজেলা ছাত্রলীগের সভাপতি। আটক করার পর তাঁদের কাছ থেকে একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল এবং তিনটি চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৮ ফরিদপুর কোম্পানির অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রহিসউদ্দিন বলেন, অস্ত্র ও মাদকদ্রব্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও কোনো মাদক পাওয়া যায়নি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ৪:৩৮ অপরাহ্ণ