২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

সরকার জানে জনগণ তাদের সঙ্গে নেই : মঈন খান

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার জানে জনগণ তাদের সঙ্গে নেই। এ কারণে তারা আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দিয়ে জোর করে দেশ পরিচালনা করতে চাচ্ছে। কিন্তু এভাবে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। সব মানুষকে চিরদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায় না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়ে অন্যায় করা হয়েছে। বাংলাদেশের মানুষ এর প্রতিবাদ করতে রাস্তায় নামবে। আমরা বিশৃঙ্খলা চাই না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে অন্যায়ের জবাব দেব।

বিএনপির এ নীতি নির্ধারক বলেন, সরকার জনগণের ম্যান্ডেড নিয়ে রাষ্ট্রপরিচালনা করছে না। অর্ধেকের বেশি এমপি বিনা ভোটে নির্বাচিত হলে সে সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না।

তিনি বলেন, পুলিশ জনগণের সেবক, স্বৈরাচারি সরকারের নয়। আইন-শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দলের সেবাদাস হিসেবে কাজ করতে পারে না। কারণ তাদেরকে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিতে হয়।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে তারা সরকার পরিচালনা করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু এ দেশের মানুষ খালেদা জিয়াকে তাদের নেত্রী নির্বাচিত করলে তা মেনে নিতে হবে। জনগণকে সে সুযোগ দিতে হবে।

ড. মঈন খান বলেন, জনগণ তাদের সঙ্গে না থাকায় বিচার বিভাগকে করায়ত্ব করে তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। অথচ যেসব মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার সঙ্গে খালেদা জিয়া সম্পৃক্ত নন।

মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খানসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ