নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে শুরু হয়েছে কোরীয় প্রযুক্তিপণ্যের মেলা। আজ সকাল ১০টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে কোরিয়ান প্রযুক্তিপণ্যকে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন করেছে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
আজ শুক্রবার ও শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা চলবে। এটি সবার জন্য উন্মুক্ত।
মেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত আং সিওং দো।
মেলার আহ্বায়ক শাহাব উদ্দিন খান জানান, দেশের মানুষের কাছে কোরীয় প্রযুক্তিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য এই মেলার আয়োজন। এতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রোনিক্স, অটোমোবাইলস, টেক্সটাইল মেশিনারিজ, কসমেটিক্স, কেমিক্যাল, ইলেভেটর, জেনারেটর, ফুড এবং বেভারিজ আইটেম প্রদর্শন করবে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

