২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩০

বিশ্ব ক্ষুধাসূচকে বাংলাদেশ এগিয়ে ২ ধাপ

দৈনিক দেশজনতা ডেস্ক:

বিশ্ব ক্ষুধাসূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০১৭) দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১১৯টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৮৮তম। গত বছর এই অবস্থান ছিল ৯০।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এই বিশ্ব ক্ষুধাসূচক প্রকাশ করে। একটি দেশের মানুষ কি পরিমাণ বা কোন মাত্রায় ক্ষুধার্ত থাকে, তার ওপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়।

সূচকে দুই ধাপ এগোলেও বাংলাদেশ এখনও নিচের সারিতেই রয়েছে। অবশ্য বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত (১০০তম) ও পাকিস্তান (১০৬তম)। ২০১৬ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৭.১। আর এবার তা দাঁড়িয়েছে ২৬.৫-এ।

সূচকে দেখা যায়, দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার ১৯টি দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান, পরমাণু শক্তিধর পাকিস্তান, ভারত ও উত্তর কোরিয়া।

সূচকে সবচেয়ে নিচের সারিতে রয়েছে মধ্য আফ্রিকার দেশ যথাক্রমে শাদ, সিয়েরালিওন, মাদাগাস্কার ও জাম্বিয়া। এছাড়া আফ্রিকার দক্ষিণ সুদান, লাইজার, সোমালিয়া ও ইয়েমেনের অবস্থানও তলানিতে। নারী, শিশু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষুধার ঝুঁকিতে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূচকের তথ্য মতে, সেনেগাল, আজারবাইজান, পেরু, পানামা, ব্রাজিল ও চীনের এক্ষেত্রে উন্নতি সবচেয়ে বেশি। এই দেশগুলোসহ মোট ১৪টি দেশ সূচকে এগিয়েছে।

তলানির দেশগুলো সম্পর্কে আইএফপিআরআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক ম্যাকসোর্লে বলেন, ‘যুদ্ধ-বিগ্রহ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশগুলো সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। এসব দেশের অর্ধেক মানুষই খাদ্য ঘাটতিতে রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ১১:১৩ পূর্বাহ্ণ