নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন করে মানবিক সহায়তা পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরান।ত্রাণ পাঠানোর ক্ষেত্রে আমিরাতের সঙ্গে সমন্বয় করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।
রোহিঙ্গাদের জন্য বৃহস্পতিবার কাতারভিত্তিক চ্যারিটি গোষ্ঠীর পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে। ত্রাণ সরবরাহের ছবিও প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) এর প্রেসিডেন্ট আলি আসগর পেইভান্দি জানান, তৃতীয়বারের মতো দেশটি নিপীড়িত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে। ৩০ টন ওজনের ওই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাবার ও চিকিৎসা সরঞ্জামাদি।
এদিকে রোহিঙ্গাদের জন্য আরো সহায়তা দিতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। কানাডায় নিয়োজিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রতিনিধি জাঁ নিকোলাস বিউজ এ সহায়তা চেয়েছেন। চলতি বছর মিয়ানমার ও বাংলাদেশে ১ কোটি ২২ লাখ ডলার মানবিক সহায়তা দিয়েছে কানাডা। এর মধ্যে বাংলাদেশে নিয়োজিত ইউএনএইচসিআর-কে ১২ লাখ ডলার দেয়া হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

