২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৫২

৩১ অক্টোবর বিসিবির নির্বাচন

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বোর্ডের নির্বাচন কমিশন এ তারিখ ঘোষণা করেন।

দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে উপস্থিত হন প্রধান নির্বাচন কমিশনার, যুব ও ক্রীড়া মন্ত্রণালের যুগ্ন সচিব মোহাম্মদ ওমর ফারুক এনডিসি। এ সময় তার পাশে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

নির্বাচন উপলক্ষে আগামী ১৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ অক্টোবর মনোনয়নপত্র প্রদান করা হবে।

প্রসঙ্গত, চলতি মাসের ১৭ তারিখ বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ৭:৩০ অপরাহ্ণ