১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক:
ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে চারদিনের প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। ভিয়েতনামের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানায়।
প্রাকৃতিক এই দুর্যোগে ২১ জন আহত, ১৬ হাজার ৭শ’র বেশী ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, দু’টি বাঁধ বিধ্বস্ত ও ৩৯ হাজার ৩শ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এছাড়া এতে প্রায় ১ হাজার ২শ’ গবাদি পশু, ৪০ হাজার হাঁস-মুরগি এবং অনেক রাস্তা ভেসে গেছে।
নিহত ৩৭ জনের মধ্যে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশের ১১ জন, মধ্যাঞ্চলীয় নঘি অ্যান প্রদেশে ৮ জন ও থান হোয়া প্রদেশে ৮ জন, উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশে ৫ জন, ইয়েন বাই প্রদেশে ৪ জন ও রাজধানী হ্যানয়ের একজন রয়েছে। এছাড়াও সন লা, ইয়েনবাই, হোয়াবিন, থান হোয়া ও মধ্যাঞ্চলীয় কুয়াং ত্রি প্রদেশের আরো ৪০ জন এখনো নিখোঁজ রয়েছে। সিনহুয়া।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ৫:৪৮ অপরাহ্ণ