১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে আগামী ২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নিজেই এসব কথা জানান।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জের ধরে দেশটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে শত শত রোহিঙ্গাকে হত্যা করে সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা। এছাড়া পুড়িয়ে দেয়া হয় রোহিঙ্গাদের বাড়ি। নির্যাতন থেকে বাঁচতে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সফরের মূল আলোচ্য বিষয় হবে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরত দেয়ার বিষয়টি। এছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়ে নিয়েও মিয়ানমারের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ৪:২৬ অপরাহ্ণ