১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসআই নিহত

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজৈর থানার এসআই মনির হাসান (৩২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কনস্টেবল ইউসুব আলী (৩৬)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির ফরিদপুরের কোতোয়ালী থানার নিখুরদী গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, সকালে দায়িত্ব পালনের জন্য থানা থেকে মোটরসাইকেল যোগে টেকেরহাট যাচ্ছিলেন এসআই মনির ও কনস্টেবল ইউসুব। এ সময় আলমদস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সাথে সংঘর্ষ হয়। এতে এসআই মনির ও কনস্টেবল ইউসুব গুরুতর আহত হন।

এ সময় তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান এসআই মনির। অপর পুলিশ কনস্টেবল ইউসুবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ৩:৩৬ অপরাহ্ণ