১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩
Pope Francis waves as he leads his weekly audience in Saint Peter's Square at the Vatican August 27, 2014. REUTERS/Max Rossi (VATICAN - Tags: RELIGION) - RTR43XCT

বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক:

ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসবেন। মঙ্গলবার ভ্যাটিকান সিটির পক্ষ থেকে বাংলাদেশ সফরের বিস্তারিত সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী নভেম্বরের ৩০ তারিখ থেকে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

নভেম্বরের ৩০ তারিখে বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পোপ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। সফরকালে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গেও পোপ ফ্রান্সিস সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন সুশীল সমাজের প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

ডিসেম্বরের প্রথম দিন রমনার সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে অংশ নেবেন পোপ ফ্রান্সিস। এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও পোপ সাক্ষাৎ করবেন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের ইস্যুটি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধে তিনি মিয়ানমারও সফর করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিশপসহ অন্যান্য ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকালে আর্চবিশপ হাউজের মাঠে শান্তির জন্য আন্তঃধর্মীয় ও আন্তঃমাণ্ডলিক সমাবেশে পোপ বক্তব্য রাখবেন।

সফরের শেষদিন ২ ডিসেম্বর পোপ তেজগাঁওয়ে অবস্থিত মাদার তেরেসা ভবন পরিদর্শন করবেন। সেখানে পোপ ফ্রান্সিস পাদ্রি, সন্যাসব্রতীদের সঙ্গে এক সমাবেশে মিলিত হবেন। সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগের আগে তিনি নটর ডেম কলেজে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য রাখবেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ২:৪৯ অপরাহ্ণ