২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০২

হামাস-ফাতাহর মধ্যে ঐতিহাসিক সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাস তার প্রতিপক্ষ ফাতাহ সমঝোতায় পৌঁছেছে। মিসরের রাজধানী কায়রোতে উভয়পক্ষের আলোচনায় ঐতিহাসিক এই সমঝোতার মাধ্যমে প্রায় এক দশকব্যাপী অন্তঃকোন্দ্বলের সুরাহা হলো বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার হামাসের একটি বিবৃতিতে চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়। ফাতাহ অবশ্য এখনো কিছু জানায়নি। উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকা প্রায় এক দশক ধরে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। হামাস ও ফাতাহর মধ্যে এই আলোচনায় মধ্যস্থতা করে মিসর। দেশটির রাজধানী কায়রোতে দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে সমঝোতা হয় বলে জানিয়েছে বিবিসি।

পশ্চিম তীরের দায়িত্বে থাকা ফাতাহ এবং গাজা উপত্যকার দায়িত্বে থাকা হামাসের মধ্যে ২০০৭ সালে একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বেঁধেছিল, যার ফলে ফিলিস্তিনি ঐক্য হুমকিতে পড়ে। প্রায় এক দশক পর ফিলিস্তিনের প্রধান দুটি দলের মধ্যে সমঝোতা ফিলিস্তিনে একটি ইতিবাচক খবর হিসেবে দেখা দিয়েছে। কায়রোতে দুই পক্ষের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে ও সমঝোতা হয়েছে তা পরবর্তী একটি সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ১:৫৮ অপরাহ্ণ