১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

‘ব্লু হোয়েল’ ফাঁদে কিশোর ঢাকা মেডিকেলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের ১৪ বছর বয়সী এক কিশোরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কৌতূহলবসত ব্লু হোয়েল খেলতো। তার নির্দেশনা মানতে মানতে নিজের শরীরে ব্লেড দিয়ে ক্ষত করেছে। গেমটির শেষের স্টেজে সে আত্মহত্যার জন্য ঘুমের ওষুধ খায় বলে জানিয়েছে তার বাবা।

ওই কিশোর জানান ‘চ্যালেঞ্জিং হওয়ায় আমি গেমটি খেলা শুরু করি। অ্যাডমিনরা অনেক সময় অপমান করে কথা বলতো, তাই আমি চ্যালেঞ্জগুলো পার করতাম। এখন একটু অসুস্থ বোধ করছি। আম্মুকে বলেছিলাম এখানে আনলে আমি ভালো হবো না। তাও আমাকে নিয়ে এসেছে।’ ওই কিশোর বর্তমানে ঢামেক নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের একটি পেয়িং বেডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার ডান হাতে ক্ষত চিহ্ন দেখতে পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কিশোরের বাবা জানান, তারা মিরপুর এলাকায় থাকে। তার ছেলে মিরপুরের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। ৫ শ্রেণিতে ট্যালেন্ডপুল বৃত্তি পেয়েছে। খুবি ভদ্র ছিল। তিনি আরো জানান, কোরবানীর ঈদের পর থেকে তার ছেলের পরিবর্তন দেখা যায়। খাওয়া দাওয়া করেন না, খালি মোবাইলে গেমস খেলতো। অফিস শেষ করে বাসায় এসে জানতে পারি ছেলে আমার রাতে মোবাইল নিয়ে ছাদে হাটাহাটি করে।

ঢামেক হাসপাতাল এর নতুন ভবন ৭০১ নং ওয়াডের ৭ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা.মিনহাজ আহমেদ জানান, ওই কিশোর ব্লু হোয়ের গেমস খেলতে খেলতে অসুস্থ হয়ে পরেছে। তবে তার হাতে কোন টেট্টু আকা নাই। বাম হাতে কাটা দাগ আছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ