ক্রীড়া প্রতিবেদক :
৩২ বছর পর ঘরের মাঠে এশিয়া কাপ হকি। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। পাকিস্তানের কাছে বাংলাদেশ যে ৭-০ গোলে হেরেছে ।
মাওলানা ভাসানী স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথম কোয়ার্টারে পাকিস্তানকে ভালোভাবে আটকে রাখে বাংলাদেশ।এশিয়া কাপের তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তান দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। মোহাম্মদ ওমর ভুট্টোর শট ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে রাখেন গোলরক্ষক অসীম গোপ। এরপর আতিক মোহাম্মদের শটও ফেরান তিনি।
অষ্টাদশ মিনিটে মাহমুদ আবু পেনাল্টি কর্নার থেকে জোরালো হিটে লক্ষ্যভেদ করলে লাগিয়ে এগিয়ে যায় পাকিস্তান। ২২তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। ডান দিক থেকে আশরাফুল ইসলামের পুশে দরকারি টোকা দিতে পারেননি মিলন হোসেন।
২৬তম মিনিটে ওমরের শট আটকে ব্যবধান বাড়তে দেননি অসীম। পরের মিনিটেই বাংলাদেশ গোলবঞ্চিত হয়। পুস্কর ক্ষীসা মিমোর বাড়ানো বল ধরে সার্কেলের ভেতর ঢুকে রাসেল মাহমুদ জিমির ফ্লিক পোস্টে লেগে ফেরে।
তৃতীয় কোয়ার্টারের প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ডিফেন্ডার খোরশেদুর রহমান বাধা দিলে পেনাল্টি পায় পাকিস্তান। শাকিল আহমেদ সহজেই লক্ষ্যভেদ করেন। এরপর ৩৪তম মিনিটে আরসলানের গোলে স্কোরলাইন ৩-০ করে নেয় পাকিস্তান। সাত মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান মাহমুদ।
চতুর্থ কোয়ার্টারের শুরুতে বাংলাদেশকে আরও কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। ওমরের বাড়ানো বল নিখুঁত হিটে অসীমকে পরাস্ত করেন শাকিল। ৫০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে মাহমুদ লক্ষ্যভেদের পর শেষ মুহূর্তে আরসলান স্কোরলাইন ৭-০ করেন।
বুধবার এ গ্রুপের উদ্বোধনী ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারায় ভারত। আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে জিমিরা।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

