১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিব, এটিএম মাসুম সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গ্রেফতার হওয়ায় অধ্যাপক মুজিবুর রহমানকে ভারপ্রাপ্ত আমির এবং মাওলানা এটিএম মাসুমকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নিযুক্ত করা হয়েছে।মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক মুজিবুর রহমান সংগঠনটির নায়েবে আমির ও সাবেক এমপি এবং মাওলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রসঙ্গত, ৯ অক্টোবর রাতে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ জন গ্রেফতার হয়। এর মধ্যে জামায়াতের ওই শীর্ষ নেতাদের দুই মামলায় ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ