১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

সড়কে ঝরল বাবা-ছেলেসহ তিনজনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শহরের ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসচাপায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৪০), তার ছেলে হৃদয় (১৮) ও অপর আরোহী তপন (৩৮)।  তাদের বাড়ি বগুড়া সদরের উপজেলার শশীবদনী গ্রামে। জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখি মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। নিহত তিনজনের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ