১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

সিরাজগঞ্জে নারীকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে শাহনাজ পারভীন (৪০) নামে এক নারীকে হত্যার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার সকাল ১০টায় তাড়াশ থানার তালোম ইউনিয়নের তালোমমেলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহনাজ পারভীন তালোমমেলা গ্রামের আব্দুল মমিনের স্ত্রী ও একই গ্রামের সোনাউল্লার মেয়ে।
তালোম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব নিহতের পরিবারের বরাদ দিয়ে জানান, মঙ্গলবার রাতের খবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন শাহনাজ পারভীন।
রাত ১১টার দিকে তার স্বামী বাজার থেকে বাড়ি ফিরে তার স্ত্রীকে ডাকাডাকি করে। তার কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশে পাশের লোকজনকে ডেকে এনে ঘরের দরজা ভেঙ্গে ফেলে।
এ সময় শাহনাজ পারভীনের লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বুধবার সকালে শাহনাজ পারভীনকে হত্যার অভিযোগ এনে তার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
তাড়াশ থানার ডিউটি অফিসার (এএসআই) লতিফা খাতুন জানান, সকাল সোয়া ১০টায় শাহনাজ পারভীনকে হত্যার অভিযোগ এনে তার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ