১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

সাতক্ষীরা সীমান্তে শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক

সাতক্ষীরা প্রতিনিধি:

অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা সীমান্ত থেকে তাদেররে আটক করা হয়।

পদ্মশাখরা বিজিবির কোম্পানি কমান্ডার মোশারফ হোসেন জানান, ১৯ জন রোহিঙ্গা অবৈধভাবে ভারত থেকে আসার সময় পদ্মশাখরা বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেছে। এর মধ্যে ১০ জন শিশু, নারী ৬ জন এবং তিনজন পুরুষ রয়েছে। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১০:৫০ পূর্বাহ্ণ