১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৫

মেসির ম্যাজিকে বিশ্বকাপে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:

হ্যাটট্রিক করে বাঁচামরার ম্যাচে জ্বলে উঠলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। নিজের কারিশমায় এগিয়ে নিলেন শুরুতেই পিছিয়ে পড়া দলকে। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা সরাসরি উঠে গেল। ম্যাচ দেখে যারা প্রথমে শঙ্কায় ভুগতে শুরু করেছিলেন, মেসির  জাদুর ছোঁয়ায় ১২ মিনিটেই দৃশ্যপট বদলে গেলো। অবশেষে সেই জাদুকর বিরল এক হ্যাটট্রিক করলেন। তার হ্যাটট্রিকেই শেষ পর্যন্ত ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো আর্জেন্টিনা। শীর্ষে আছে নেইমারের ব্রাজিল। ১৮ খেলা শেষে তাদের পয়েন্ট ৪১। এরপর আছে উরুগুয়ে। তাদের পয়েন্ট ৩১। আর আর্জেন্টিনার পয়েন্ট ২৮। চতুর্থ স্থানে আছে কলম্বিয়া। তাদের পয়েন্ট ২৭। আর পেরুর পয়েন্ট ২৬।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মেসির আর্জেন্টিনা প্রথম মিনিটেই গোল হজম করে। মেসির একার ম্যাজিকেই খাদের কিনারা থেকে উঠে এল আর্জেন্টিনা। সব আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে ফের হারিয়ে যাওয়া আর্জেন্টিনাকে ফিরিয়ে আনলেন। খেলা শুরু হওয়ার ৪০ সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনা ১ গোলে পিছিয়ে যায়। এর পর একের পর এক আক্রমণ করতে থাকে। পিঠ দেয়ালে ঠেকে যাওয়া আর্জেন্টিনার। এর ফল হিসাবে খেলার ১১ মিনিটের মাথায় দি- মারিয়ার দারুণ এক পাসে মেসি একুয়েডর এর জালে বল পাঠিয়ে ১-১ এ সমতা আনেন।

এর পর খেলার ১৬ মিনিটে ডি- বক্সের বাইরে ফ্রিকিক মেসি কাজে লাগাতে না পারলে মেসিরা গোল বঞ্চিত হয়। তবে এর ঠিক ২ মিনিট পর আবারো মেসি ম্যাজিকে গোল পায় আর্জেন্টিনা। ফলাফল ২-১ গোলে এগিয়ে মেসিবাহিনী। ৩২ মিনিটে মেসির পাসে সহজ এক সুযোগ দি- মারিয়া মিস করলে আরেকটি গোল বঞ্চিত হয়। বিরতির পর খেলা হলে আর্জেন্টিনা সাবধানে এগুতে থাকে। এর পর খেলার ৬৪ মিনিটের সময় আবারো মেসি ম্যাজিক। গোল রক্ষককে পরাস্ত করে বল জালে পাঠিয়ে দিলেন। মেসিরা এগিয়ে যায় ৩-১ গোলে। এই গোলের মাধ্যমে মেসি তার হ্যাট্রিক পুরণ করেন। একুয়েডর ২ গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি। তারা বারবার আর্জেন্টিনার বিপক্ষে পাল্টা আক্রমণ করেছে। তবে বল আর গোলে পাঠাতে পারেনি। ৮২ মিনিটে প্রতি পক্ষের কাছে বাজে ফাউলের শিকার হন মেসি। লুটিয়ে পড়েন মাটিতে। তবে কিছুক্ষণ পরে উঠে দাঁড়ান মেসি। আবারো শুরু করেন খেলা। ৯২ মিনিটে সহজ এক সুযোগ মিস করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মেসিরা মাঠ ছাড়ে। এই জয়ের ফলে আর্জেন্টিনা বিশ্বকাপে সরাসরি খেলবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১০:৩৩ পূর্বাহ্ণ